হিলি মোড়ে রিলায়েন্স ডিজিটালের জাঁকজমকপূর্ণ সূচনা, উপস্থিত টলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা।
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বালুরঘাটের হিলি মোড়ে এদিন উদ্বোধন হলো রিলায়েন্স ডিজিটাল শোরুম। ফিতে কেটে এবং প্রদীপ প্রজ্জলন করে উদ্বোধন করেন কলকাতা থেকে আগত অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। উপস্থিত ছিলেন রিলায়েন্স ডিজিটালের নর্থ বেঙ্গল ক্লাস্টার ম্যানেজার কমলেশ কুমার, বালুরঘাট স্টোর ম্যানেজার অভিক বেরা।

