“খেলা হচ্ছে, খেলা হবে”— নানুরে ক্রীড়া প্রতিযোগিতার মঞ্চ থেকে বিরোধীদের চ্যালেঞ্জ কাজল শেখের।
বীরভূম, নিজস্ব সংবাদদাতা:- নানুর বিধানসভার বোলপুর নিবিড় চক্রের ব্যবস্থাপনায়— বাহিরী-পাঁচশোয়া অঞ্চলের প্রাথমিক,নিম্ন বুনিয়াদী, মাদ্রাসা ও শিশু শিক্ষা কেন্দ্র সমূহের ৪৬ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি মাননীয় কাজল শেখ। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন খেলা হচ্ছে, খেলা হবে, আগামীতে সমস্ত রকম খেলার জন্য কাজল শেখ প্রস্তুত আছে। বিরোধী থাকলে তিনি…

