দানবীর রাসবিহারী ঘোষকে স্মরণে মহাসমারোহ, প্রশাসনিক উদ্যোগে বিশেষ অনুষ্ঠান।
পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:- ভারতের অন্যতম প্রখ্যাত আইনজ্ঞ, দানবীর ও জাতীয় কংগ্রেসের দু’বারের সভাপতি স্যার রাসবিহারী ঘোষের ১৮১তম জন্মজয়ন্তী এই প্রথমবারের মতো পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে মহাসমারোহে উদযাপিত হল।এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক আয়েশা রানি এ., জেলা পুলিশ সুপার সায়ক দাস, অতিরিক্ত জেলাশাসক প্রতীক সিংহ ও প্রসেনজিৎ দাস, দক্ষিণ বর্ধমানের মহকুমাশাসক বুদ্ধদেব…

