জিত রাম বেদিয়ার জন্মদিবসে দৌল্লা প্রাথমিক বিদ্যালয়ে আদিবাসী সংস্কৃতির মিলনমেলা।
দক্ষিণ দিনাজপুর-বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা : – একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশিষ্ট আদিবাসী স্বাধীনতা সংগ্রামী জিত রাম বেদিয়ার ২২৩ তম জন্মদিবস পালন করল বেদিয়া সামাজিক সমিতি। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের দৌল্লা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের অশোক কৃষ্ণ কুজুর, আদিবাসী সমাজের বিশিষ্ট সমাজসেবী তথা ট্রাইবাল ডেভেলপমেন্ট বোর্ড এর সদস্য বাচ্চু রাম পাহান সহ অন্যান্যরা। এদিন প্রথমে একটি ৱ্যালি করে জিতরাম বেদিয়ার প্রতি শ্রদ্ধা জানান আয়োজকরা। এরপর আদিবাসী সম্প্রদায়ের নিজস্ব প্রথা মেনে উপস্থিত অতিথিদের বরণ করে নেওয়া হয় এবং প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে এদিনের অনুষ্ঠান সূচনা হয়। এরপরে বেদিয়া সম্প্রদায়ের যুবক যুবতীরা তাদের নিজস্ব রীতি মেনে নিজস্ব সংস্কৃতির নৃত্য পরিবেশন করেন। পাশাপাশি এদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে এই জন্মদিন পালনের অনুষ্ঠানে বলে আয়োজকরা জানিয়েছেন।

