নৃত্য-গান-গীতি আলেখ্যে মোড়া সন্ধ্যা: বালুরঘাট রবিনন্দনের ২৬তম বর্ষপূর্তি অনুষ্ঠান।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- ছাব্বিশ তম বর্ষের সংস্কৃতির আলোকে উদ্ভাসিত ”বালুরঘাট রবিনন্দন”। ২৮শে ডিসেম্বর রবিবার সন্ধ্যায় বালুরঘাট নাট্যমন্দিরে ভরা প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হল ”বালুরঘাট রবিনন্দন” – এর ছাব্বিশ তম বর্ষের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যা ছয়টায় শুরু হওয়া ”বালুরঘাট রবিনন্দন” – এর বার্ষিক অনুষ্ঠানে সঙ্গীত, নৃত্য ও গীতি আলেখ্য পরিবেশিত হয়। এই অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল কোলকাতা থেকে আগত স্বনামধন্য রবীন্দ্রসঙ্গীত শিল্পী অলোক রায়চৌধুরীর সংগীত পরিবেশনের পাশাপাশি কোলকাতা থেকে আগত যন্ত্রসঙ্গীত শিল্পী দীপঙ্কর দাসের অনন্য উপস্থাপনা, যা দর্শকদের মুগ্ধ করে। “অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো” প্রতিপাদ্যে অনুষ্ঠানটি সফল ও সুন্দরভাবে সম্পন্ন হয়। দর্শকরা অনুষ্ঠানটি অত্যন্ত উপভোগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *