শিক্ষিকাদের নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগে তৃণমূল শিক্ষক সংগঠনের নেতাকে ঘিরে বিতর্ক, ভাইরাল অডিও ঘিরে চাঞ্চল্য।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা :- প্রাথমিক স্কুল শিক্ষিকাদের নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি রাজনারায়ণ গোস্বামীকে ঘিরে জেলায় বিতর্ক দানা বেঁধেছে। শনিবার সোশ্যাল মিডিয়ায় একটি অডিও ক্লিপ ভাইরাল হওয়ার পরই বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়।
যদিও ওই ভাইরাল অডিও ক্লিপের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। অডিওটি ভাইরাল হওয়ার পর রাজনারায়ণ গোস্বামী প্রকাশ্যে অভিযোগ অস্বীকার করেন। তাঁর বক্তব্য, ওই অডিও তাঁর কণ্ঠস্বর নয় এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এটি তৈরি করা হয়েছে। তাঁকে রাজনৈতিক ও সাংগঠনিকভাবে হেয় প্রতিপন্ন করতেই দলের অন্দর থেকেই এই ষড়যন্ত্র করা হয়েছে বলে তিনি দাবি করেন।
ঘটনার গুরুত্ব অনুধাবন করে শনিবার বিকেলে বালুরঘাট সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন রাজনারায়ণ গোস্বামী। পাশাপাশি বিষয়টি জেলা ও রাজ্য নেতৃত্বকেও জানানো হয়েছে বলে জানান তিনি। তাঁর দাবি, নিরপেক্ষ তদন্ত হলেই প্রকৃত সত্য সামনে আসবে।
এদিকে বিতর্ক প্রকাশ্যে আসতেই বিরোধী দলগুলি তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। একজন শাসকদলের শিক্ষক সংগঠনের নেতার বিরুদ্ধে মহিলাদের নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগ ওঠায় ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী নেতারা। তাঁদের বক্তব্য, অভিযোগের নিরপেক্ষ তদন্তের পাশাপাশি নৈতিক দায়বদ্ধতার প্রশ্নটিও গুরুত্ব সহকারে দেখা প্রয়োজন।
সব মিলিয়ে, অডিওর সত্যতা যাচাই ও তদন্তের ফলাফলের দিকেই এখন নজর রাজনৈতিক মহলের। অভিযোগ প্রমাণিত হলে যেমন কঠোর পদক্ষেপের দাবি উঠবে, তেমনই অভিযোগ ভিত্তিহীন হলে তা প্রমাণ করাও সমানভাবে জরুরি—এই ভারসাম্যপূর্ণ অবস্থানেই আপাতত দাঁড়িয়ে রয়েছে বালুরঘাটের এই বিতর্ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *