ভুয়ো নম্বর প্লেট লাগিয়ে লরি হাইজ্যাক, দুই অভিযুক্ত গ্রেপ্তার; উদ্ধার ৩৮০ বস্তা চাল।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- মাধবডিহী থানার বড় সাফল্য সাকবির আহমেদের নেতৃত্বে চালসহ লড়ি উদ্ধার।
লরিতে ভুয়ো নাম্বার লাগিয়ে চালসহ লরি হাইজ্যাক হয়েছিল
৪৮ ঘণ্টার মধ্যে একেবারে ফিল্মি কায়দাতে চাল বোঝাই লরি উদ্ধার করল মাধবডিহি থানার পুলিশ।
এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দুইজনকে।
ধৃতরা হলেন মিলন দাস ওরফে সমীর দাস বয়স ৪৪ বছর।
বাড়ি নদীয়ার চাকদা এবং তাপস শর্মা ওরফে পল্টু শর্মা বয়স ৩১ বছর।
চুরি যাওয়া চাউল্লেখ্য গত ২০ ডিসেম্বর মাধবডিহি থানার বুলচন্দ্রপুর এলাকার বালাজি এগ্রো প্রোডাক্ট থেকে ৫০০ এরপরে গত ২৩ শে ডিসেম্বর তারা অভিযোগ দায়ের করেন মাধবডিহি থানায়। সেই অভিযোগ পাওয়া মাত্রই ওসি সাকবির আহমেদের নেতৃত্বে গঠন করা হয় দুটি তদন্ত দল এবং উচ্চ পর্যায়ে তদন্ত শুরু হয়।
বিভিন্ন প্রান্তে চলে তল্লাসি।
অবশেষে ২৫শে ডিসেম্বর সারারাত ধরে ওসি সাকবির আহমেদের নেতৃত্বে বিভিন্ন প্রান্তে তল্লাশি চালিয়ে দুই জনকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদের জিজ্ঞাসাবাদের পর হুগলির বলাগড়ের সিজা মার্কেটে এলাকা থেকে চাল বোঝাই লরিটিকে উদ্ধার করা হয়।
যদিও উদ্ধার করা গেছে ৩৮০ বস্তা চাল।
বাকি চাল উদ্ধার করতে এবং এই ঘটনায় আর কে বা কারা জড়িত আছে সেটা জানতে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে অভিযুক্তদের বর্ধমান আদালতে পাঠানো হয়েছে।
এই বিষয়ে আজ শুক্রবার মাধবডিহি থানায় সাংবাদিক বৈঠক করলেন এসডিপিও সদর সাউথ অভিষেক মন্ডল সাথে ছিলেন সিআইসি সদর তপন কুমার বসাক এবং মাধবডিহি থানার ওসি সাকবির আহমেদ
এইরকম সাফল্য পাওয়ার জন্য মাধবডিদী থানার ওসি সাকবির আহমেদকে অনেক ধন্যবাদ জানিয়েছেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *