লাগাতার কর্মবিরতিতে পাণ্ডুয়া ব্লকের গ্রাম পঞ্চায়েতগুলিতে আন্দোলনে আশা কর্মীরা।

পাণ্ডুয়া, নিজস্ব সংবাদদাতা:- লাগাতার আশা কর্মীদের কর্ম বিরতি, সরাই তিন্না গ্রাম পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখালো পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের সদস্যরা। আজ মঙ্গলবার বৈকাল পাঁচটা নাগাদ সংগঠন সূত্রে জানা যায় আজ ২৩শে ডিসেম্বর থেকে লাগাতার কর্মবিরতি ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের পক্ষ থেকে সেই মতন এ দিন কর্ম বিরতি পালনের পাশাপাশি পান্ডুয়া ব্লকের সমস্ত গ্রাম পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখায় পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের আইউটিইউসির পান্ডুয়া ব্লক কমিটির কর্মীরা। মূলত তাদের দাবি সরকারি স্বীকৃতি এবং মাসিক ১৫ হাজার টাকা বেতন ইন্সেন্টিভ সহ এক বছর পর্যন্ত বকেয়া প্রদান এবং কর্মরত অবস্থায় মৃত আশা কর্মীর পরিবার পিছু ৫ লক্ষ টাকা প্রদান সহ মোট আট দফা দাবিতে তাদের কর্ম বিরতি শুরু হয় আজ থেকে। ইউনিয়নের পান্ডুয়া ব্লক কমিটির সভানেত্রী ঝর্না চক্রবর্তীর জানান দাবি না মানা পর্যন্ত লাগাতার তাদের এই কর্মবিরোধী চলতে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *