২৫ ডিসেম্বর বড়দিন: মালদার চার্চ ও স্কুলে প্রার্থনা সভা, উৎসবের আবহ।
মালদা, নিজস্ব সংবাদদাতা:- – আজ বড়দিন। বড়দিনের সকালে প্রভু যীশুকে শ্রদ্ধা জানিয়ে বিশেষ প্রার্থনা মালদহের চার্চে। আজ ২৫শে ডিসেম্বর। বিশ্বপিতা প্রভু যিশু খ্রিস্টের জন্মদিন। তাই দিনটি উপলক্ষে পালিত হচ্ছে বড়োদিন। বড়োদিনকে কেন্দ্র করে সেজে উঠেছে মালদার বিভিন্ন চার্চ। সকাল থেকে বিভিন্ন চার্চের পাশাপাশি মালদার হবিবপুর ব্লকের রাহুতারা এসটি থমাস স্কুল চলছে প্রার্থনা সভা। ছোট থেকে বড় সকলে উপস্থিত হয়ে প্রার্থনা করছেন।

