সংখ্যালঘুদের অধিকার রক্ষায় ধর্মতলা সমাবেশের ডাক, কাটোয়ায় জোর প্রস্তুতি।
কাটোয়া, নিজস্ব সংবাদদাতা:- বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের ডাকে, আগামী ১৮ই ডিসেম্বর কলকাতার ধর্মতলায় সংখ্যালঘুদের অধিকার রক্ষার দাবিতে বড় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। তার আগেই রবিবার বিকেলে কাটোয়া ১নম্বর ব্লকের করজ গ্রাম ঈদগাহ এলাকায় তার প্রস্তুতি পথসভার আয়োজন করল মুসলিম সংগঠন। কেন্দ্রের বিজেপি সরকার ওয়াকফ বিল পাস করিয়ে মুসলিমদের সম্পত্তিতে হস্তক্ষেপ করেছে। তার প্রত্যাহারের দাবি সহ মুসলিমদের অধিকার রক্ষার লড়াই নিয়ে কলকাতায় আয়োজিত বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের ডাকে সেই সভাতে আলোচনা অনুষ্ঠিত হবে তারই আগে আজ রবিবার দেশ ও সংবিধান রক্ষা করুন এই বার্তা নিয়ে মুসলিম সংগঠনের সদস্যরা তার প্রস্তুতি সভায় শামিল হয় রবিবার।

