মানবধর্ম ও সম্প্রীতির সাধক যাদুবিন্দু গোঁসাই: শতবর্ষ পেরিয়েও জীবন্ত তাঁর ভাবধারা।
পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:-” আমার এই কাদা মাখা সার হলোধর্ম মাছ ধরবো বলে নামলাম জলে,ভক্তি – জাল ছিঁড়ে গেল,কেবল হিংসে নিন্দে গুগলি ঘোঙাপেয়েছি কতকগুলো ,আমার এই কাদামাখা সার হলো “!! উপরের লেখা কথাগুলো যেন এক আত্মসমীক্ষা। এত বড় ভাবের পদ যিনি রচনা করেছেন তাঁর নাম যাদুবিন্দু গোঁসাই। পূর্বস্থলী ১ নম্বর ব্লকের নসরতপুর পঞ্চায়েতের অন্তর্গত পাঁচলখি…

