আবারও দলবদল! জঙ্গিপুরে তৃণমূল ছেড়ে প্রায় ২৫০ জন যোগ দিলেন আইএসএফে।
মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতাঃ- মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর বিধানসভার রানীনগর মাঠ পাড়ার ২৩২ নম্বর বুথের প্রায় ২৫০ জন কর্মী সমর্থক T M C ছেড়ে ISF যোগদান করিলেন । বুথ সভাপতি সুখচান সেক নেতৃত্বে যোগ দিলেন ২৫০ জন ইন্ডিয়ান সেকুলার ফন্টে। আজকের সভায় উপস্থিত ছিলেন জঙ্গিপুর বিধানসভার সভাপতি রবিউল শেখ উপস্থিত ছিলেন জঙ্গিপুর বিধানসভার সহ সভাপতি ইন্তাজ শাহাদাত…

