গড়বেতার বলরামপুরে মাঝবয়সী মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার, রহস্যঘেরা মৃত্যুতে তদন্তে পুলিশ
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- এক মাঝবয়সী মহিলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের ফুলবেড়িয়ার বলরামপুর এলাকায়, পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই মৃত মহিলার নাম মালতি কর্মকার,বয়স আনুমানিক ৫৫ বছর, সূত্রে জানা গিয়েছে এই দিন সকাল বারোটা নাগাদ গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পায় পরিবার-পরিজন, এরপর তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে গড়বেতা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে, ইতিমধ্যেই গড়বেতা থানার পুলিশ ওই মৃতদেহ উদ্ধার করে, পাশাপাশি গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করে। তবে পুলিশের প্রাথমিক অনুমান মানসিক অবসাদের কারণে আত্মহত্যা করেছে ওই মহিলা।

