দিল্লিতে চাঞ্চল্য! লালকেল্লার কাছে বিস্ফোরণে দাউদাউ করে জ্বলল তিনটি গাড়ি।
নয়াদিল্লি, নিজস্ব সংবাদদাতা: রাজধানী দিল্লির বুকেই নেমে এল আতঙ্ক! সোমবার সন্ধ্যা সাতটার কিছু আগে লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল গোটা এলাকা। পরপর তিনটি গাড়ি উড়ে যায় আগুনে। মুহূর্তে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে আশপাশে। এখনও পর্যন্ত অন্তত ১০ জনের মৃত্যুর খবর মিলেছে, আহতের সংখ্যা বহু। বিস্ফোরণের ঠিক আগেই হরিয়ানার ফরিদাবাদে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার…

