অন্নকুট উৎসবে ধর্মীয় সম্প্রীতির বার্তা দিয়ে বললেন শুভেন্দু — “সনাতন ধর্মকে কেউ শেষ করতে পারবে না”।
পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পূর্ব মেদিনীপুর জেলার মেচেদা ইসকন মন্দিরে অন্যকুট উৎসবে রাজ্যের বিরোধী দলনেতার তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী এসে বলেন হিন্দুদের এক হওয়ার সময় এসেছে। সকাল হলে মন খারাপ হয়ে যায়। গতকাল রাতে দেখেছেন তো কাকদ্বীপের সূর্য নগরে ঘটনা কালী ঠাকুরের মুন্ডু নেই। কেউ বা কারা করেছে কে করেছে সেটা দায়িত্ব আমার নয়।…

