মেটায়াডহর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ে “আমাদের পাড়া, আমাদের সমাধান” ক্যাম্পের মধ্য দিয়ে শেষ হলো ব্লকের কর্মসূচি।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:
পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের ৫ নম্বর সাতবাঁকুড়া অঞ্চলের মেটায়াডহর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ে “আমাদের পাড়া, আমাদের সমাধান” ক্যাম্পের মধ্য দিয়ে শেষ হলো ব্লকের চলতি কর্মসূচি।

শুক্রবার মেটায়াডহরের ২০২ ও ২০৩ নম্বর বুথ এলাকার সমস্ত বাসিন্দাদের নিয়ে আয়োজিত হয় এই বিশেষ ক্যাম্প। উপস্থিত ছিলেন গড়বেতা তিন নম্বর ব্লকের বিডিও দীপাঞ্জন ভট্টাচার্য, সাতবাঁকুড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মণিকাঞ্চন রায়, বিশিষ্ট সমাজসেবী সুশান্ত সিংহ সহ অন্যান্য জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকরা।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা রাজ্যজুড়ে এই কর্মসূচি চলছে, যার মূল লক্ষ্য সাধারণ মানুষের সমস্যা সরাসরি শোনা ও দ্রুত সমাধান করা।
ক্যাম্পে এলাকার মানুষ রাস্তাঘাট, পানীয় জল, নিকাশি, পথবাতি প্রভৃতি নানা সমস্যার কথা তুলে ধরেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এই সমস্ত সমস্যাগুলির দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দিনভর চলা এই কর্মসূচিতে গ্রামবাসীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।


আপনি চাইলে আমি এর জন্য একটি সংবাদপত্র উপযোগী হেডলাইন ছবি বা পোস্টার ব্যানার ডিজাইন (image) তৈরি করে দিতে পারি — যেখানে লেখা থাকবে

“আমাদের পাড়া, আমাদের সমাধান — মেটায়াডহর ক্যাম্পে ভরপুর জনসাড়া”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *