সকালের ব্যস্ত সময়ে ভাগীরথি ব্রিজে মিলল লাল বস্ত্রধারী বৃদ্ধের মৃতদেহ।
রঘুনাথগঞ্জ, নিজস্ব সংবাদদাতাঃ- রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত ভাগিরথি ব্রিজের উপর আনুমানিক সকল সাড়ে ছটা নাগাদ একটি অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন,মৃতদেহ র পরিচয় এখন অব্দি পাওয়া যায়নি। বয়স আনুমানিক ৬০- ৬৫ পরনে সাধুদের মতন লাল বস্ত্র ধারণ করে আছেন।সঙ্গে সঙ্গে রঘুনাথগঞ্জ থানায় খবর দেওয়া হলে থানার পুলিশ দেহটি তুলে নিয়ে জঙ্গিপুর হসপিটালে…

