গোয়ালতোড় এস বি এস এস মহাবিদ্যালয়ে ক্যান্সার দিবস উদযাপন, সচেতনতা শিবিরে চিকিৎসকদের গুরুত্বপূর্ণ বার্তা।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ২ নম্বর ব্লকের গোয়ালতোড় এস বি এস এস মহাবিদ্যালয়ের উদ্যোগে ও ওমেন সেল ব্যবস্থাপনায় ক্যান্সার দিবস পালন করা হলো মঙ্গলবার । এই দিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গোয়ালতোড় কলেজের অধ্যক্ষ ডঃ অমিত কুমার পাদুকর,ওমেন্স সেলের কনভেনার অসীমা ঢল, কেওয়াকোল হাসপাতালের বিএমওএইচ, চিকিৎসক সুদীপ্ত পান রোগী কল্যাণ সমিতির…

