ছেলের খোঁজে হতাশ ভোলা রায় দম্পতি, থানায় নিখোঁজ ডায়েরি দায়ের।
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- বাড়ি থেকে বেরিয়ে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছেন ছেলে৷ বহু খোঁজাখুঁজি করেও তার খোঁজ মেলেনি। এই অবস্থায় ছেলেকে হারিয়ে অসহায় হয়ে পড়েছেন ফালাকাটা ব্লকের জটেশ্বর ময়মনসিংহ পাড়ার বাসিন্দা ভোলা রায় ও আলোকা রায়। ছেলের ছবি আঁকড়ে তার ফেরার অপেক্ষায় দিন কাটাচ্ছেন তারা। তাদের কথায়, গত ১৩ সেপ্টেম্বর সকাল আনুমানিক সাড়ে ১০ টা…

