হোসেনপুরে জমায়েত প্রায় ১২০০ হো সম্প্রদায়ের মানুষ, সাংস্কৃতিক অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশ।
পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ১৯শে সেপ্টেম্বর ২০২৫ শুক্রবার সাড়ম্বরে পালিত হল “হো” ভাষা তথা “ওয়ারাংচিতি লিপির শ্রষ্টা তথা আবিস্কারক অত গুরু লাকো বদরা ১০৬তম জন্ম জয়ন্তী উদযাপন করা হল নারায়নগড় বিধানসভার অন্তর্গত নারায়নগড় ব্লকের হোসেনপুর গ্রামে। আয়োজনে অল ইন্ডিয়া আদিবাসী হো সমাজ নারায়নগড় ,কেশিয়াড়ি,দাঁতন, পটাশপুর মানকি মুডা হাতু মুডা কমিটি দক্ষিণ জোন। উপস্থিত ছিলেন নারায়ণগড়…

