মালদায় পুজোতে ‘বুলেট বাহিনী’, দুষ্কৃতিমুক্ত রাখবে শহর।
নিজস্ব সংবাদদাতা, মালদা—এবার পুজোয় প্রশাসনের পক্ষ থেকে করা নজরদারি যেকোনও ধরনের দুষ্কৃতিমূলক কাজকর্ম বা অপরাধ দমনে পুলিশের হাতিয়ার হবে এই বুলেট বাহিনী।পুজোয় মালদায় দাপিয়ে বেড়াবে ‘বুলেট বাহিনী’। যেকোনও ধরনের দুষ্কৃতিমূলক কাজকর্ম বা অপরাধ দমনে পুলিশের হাতিয়ার হবে এই বুলেট বাহিনী। পুজোয় ট্রাফিক নিয়ন্ত্রণ থেকে শুরু করে ক্রাইম মনিটরিং যেকোনও প্রয়োজনে বুলেটে সওয়ার পুলিশ আধিকারিকরা দ্রুত…

