হবিবপুর ব্লকে পুজোর শুভ সূচনা, মুখ্যমন্ত্রীর হাত ধরে মিলল ১.১০ লক্ষ টাকার অনুদান।
নিজস্ব সংবাদদাতা, মালদা— রবিবার দেবীপক্ষের সূচনা হতেই মহালয়ার সন্ধ্যায় মালদহের ১৬ টি পুজো মণ্ডপ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।রবিবার সন্ধ্যায় বিভিন্ন ব্লকের পাশাপাশি হবিবপুর ব্লকের আইহো বক্সীনগর সোনামুনিতলা দূর্গা পূজা কমিটির,ভার্চুয়াল শুভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।উদ্বোধনের সাথে সাথে বক্সীনগর সোনামুনিতলা দূর্গা পূজা কমিটির সদস্যদের হাতে প্রশাসনের আধিকারিকেরা এক লক্ষ দশ হাজার টাকার চেক তুলে…

