গড়বেতা CPI(M)দলীয় কার্যালয়ে সারা ভারত কৃষক সভার দ্বিতীয় সম্মেলনের আয়োজন।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- কৃষকদের বিভিন্ন দাবি দাবা নিয়ে সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের গড়বেতা শহরের CPI(M)দলীয় কার্যালয়ে সারা ভারত কৃষক সভার দ্বিতীয় সম্মেলনের আয়োজন করা হয়। এই সম্মেলনে উপস্থিত ছিলেন তাপস সিনহা, দিবাকর ভূঁইয়া, সৌগত পন্ডা, সামেদ আলী গায়েন সহ অন্যান্য সিপিআইএমের নেতাকর্মীরা। মূলত কৃষকদের বিভিন্ন দাবি দাবা নিয়ে আগামী দিনের…

