হঠাৎ মৃত্যু, পরপর ধাক্কা: পুরাতন মালদার দম্পতির অনুরূপ বিদায়ে গভীর শোক।
নিজস্ব সংবাদদাতা, মালদা:- বিরল কাকতালীয় ঘটনায় একই দিনে প্রয়াত হলেন এক বয়স্ক দম্পতি। কয়েক ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার ও এলাকাবাসি। পুরাতন মালদা পৌরসভার এক নম্বর ওয়ার্ডের নবাবগঞ্জের ঘটনা।
পরিবার সূত্রে জানা গেছে, হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন স্বামী উমাশঙ্কর পাল (৭২)। দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয় মৌলপুর গ্রামীণ উপস্বাস্থ্য কেন্দ্রে, কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। হঠাৎ স্বামীর মৃত্যু স্ত্রীর ওপর ভর করে তীব্র মানসিক আঘাত। শোকে কাতর হয়ে পড়েন স্ত্রী জয়ন্তী পাল (৬৫)। চিকিৎসার আগেই কয়েক ঘণ্টার মধ্যে তিনিও মৃত্যুর কোলে ঢলে পড়েন। উমাশঙ্করবাবু পেশায় ছিলেন স্টেশনের চায়ের দোকানদার, আর জয়ন্তী দেবী ছিলেন গৃহবধূ। একদিনে পরপর স্বামী-স্ত্রীর মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। ছেলে বাপ্পা পাল এবং তাঁর স্ত্রীসহ আত্মীয়-স্বজন হারানো প্রতিবেশীরা কান্নায় ভেঙে পড়েন। প্রতিবেশীদের কথায় আজীবন একসাথে থাকা এই দম্পতি মৃত্যুতেও যেন আলাদা হতে চাননি। এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। শেষ শ্রদ্ধা জানাতে আত্মীয়-পরিজন থেকে শুরু করে আশপাশের বহু মানুষ ভিড় জমিয়েছেন তাঁদের বাড়িতে।

