সারা ভারতব্যাপী আরএসএসের শতবর্ষ উদযাপন, হুগলিতে অনুষ্ঠিত বর্ণাঢ্য মিছিল।
হূগলী, নিজস্ব সংবাদদাতাদ:- আর এস এস এর শতবর্ষ উদযাপন উপলক্ষে সারা ভারতব্যাপী বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছে আরএসএস, তেমনি হুগলি জেলার বড়া, বাকুলতলা থেকে তিশা, রাম মন্দির পর্যন্ত মিছিল করল আরএসএস-এর কর্মকর্তারা
মিছিলে উপস্থিত ছিলেন আরএসএস-এর শতাধিক কর্মকর্তারা আর নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছিল গোটা এলাকা উপস্থিত ছিলেন হুগলি গ্রামীণ পুলিশের সিঙ্গুর থানা চন্ডীতলা থানা এবং বড়া বিগ হাউস এর একাধিক অফিসাররা

