অপূর্ব সরকারের শ্বশুরবাড়ি ও গঙ্গারামপুরের বাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার।
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- গতকাল রাতে বালুঘাটের রঘুনাথপুর এলাকায় টাকা উদ্ধারের ঘটনায় ধৃত অপূর্ব সরকারের শ্বশুরবাড়ির খাট ও ঠাকুর ঘর মিলে ১ কোটি ১৭ লক্ষ ৯৭ হাজার টাকা পুলিশ উদ্ধার করে। পাশাপাশি গঙ্গারামপুর কায়স্থ পাড়ায় অপূর্ব সরকারের বাড়ি থেকে ১৭ লক্ষ টাকা পুলিশ উদ্ধার করেছে। অর্থাৎ উদ্ধারকৃত মোট টাকার পরিমান ১ কোটি ৩৪ লক্ষ ৯৭ টাকা।
এদিন বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর পুলিশ সুপার চিন্ময় মিত্তাল এক সাংবাদিক সম্মেলনে উদ্ধারকৃত টাকার পরিমান জানান। পাশাপাশি তিনি জানান, গঙ্গারামপুর এর এই অনলাইন জুয়ার ঘটনায় মোট ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

