প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষিকাদের সংবর্ধনা, আবেগঘন পরিবেশে অনুষ্ঠান।
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- শিক্ষক দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে শুক্রবার দুপুর দু’টায় বালুরঘাট সুবর্ণ তট সভাগৃহে আয়োজিত হলো বিশেষ অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র, পৌরসভার এমআইসি বিপুল কান্তি ঘোষ, বালুরঘাট শহর তৃণমূল সভাপতি প্রীতম রাম মণ্ডলসহ সংগঠনের নেতৃত্বরা। এদিন প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষিকাদের সংবর্ধনা জ্ঞাপন করা হয় সমিতির পক্ষ থেকে। শিক্ষক দিবস ঘিরে অনুষ্ঠানে আবহাওয়া ছিল আবেগঘন ও উৎসবমুখর।

