সোদপুর ব্রিজে হাইট বার ভেঙে ভয়াবহ দুর্ঘটনা, গুরুতর আহত বাইক আরোহী।
সোদপুর, নিজস্ব সংবাদদাতা:- সোদপুর ব্রিজে ওঠার মুখে একটি পণ্যবাহী ৪০৭ গাড়ি হাইট বার ভেঙে ফেলে দেয়। সেই সময় পাশ দিয়ে যাওয়া এক বাইক আরোহীর ওপর লোহার বারটি পড়ে গুরুতরভাবে তার বা পা ক্ষতিগ্রস্ত হয়। আহত ব্যক্তি, স্বপন কুমার মিস্ত্রি (৬০), নিউ ব্যারাকপুরের বাসিন্দা, বর্তমানে সাগর দত্ত হাসপাতালে চিকিৎসাধীন। পাশে থাকা একটি অটোও ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়দের অভিযোগ, ঘটনার সময় এলাকায় ট্রাফিক পুলিশ ছিল না এবং উচ্চতা নির্ধারণ সত্ত্বেও কীভাবে বড় গাড়ি ব্রিজে উঠল তা নিয়ে উঠছে প্রশ্ন। প্রশাসনের গাফিলতির অভিযোগ তুলছে এলাকাবাসী। সোদপুর ট্রাফিক পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়িটিকে আটক করেছে।

