“শহীদের রক্ত হবে নাকো ব্যর্থ”—সাগরদিঘীতে তৃণমূলের শহীদ স্মরণসভা।
কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:- “শহীদের রক্ত হবে নাকো ব্যর্থ”—এই আদর্শকে সামনে রেখে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কোচবিহারের সাগরদিঘী পাড়ে এক স্মরণসভা আয়োজন করল তৃণমূল কংগ্রেস।সোমবার আয়োজিত এই শহীদ স্মরণ সভায় শ্রদ্ধা জানানো হয় শহীদ রবীন, বিমান এবং হায়দারদের আন্দোলনের প্রতি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, প্রাক্তন সাংসদ পার্থ প্রতিম রায়, তৃণমূল সংখ্যালঘু সেলের…

