“জল যন্ত্রণা”য় গাজোলবাসীর জীবন বিপর্যস্ত, আন্দোলনের হুঁশিয়ারি গ্রামবাসীদের।
নিজস্ব সংবাদদাতা, মালদা—-জলের তলায় মালদহের গাজোলের নয়াপাড়া কলোনি বাসিন্দারা ।জল যন্ত্রণায় ভুক্তভোগ ।জল নিকাশি ব্যবস্থা না থাকায় জল বের হচ্ছে না।তারই প্রতিবাদ জানিয়ে সোমবার ক্ষুব্ধ হয়ে উঠে এলাকাবাসী। প্রায় ৩০ মিনিটের বেশি সময় ধরে গাজোল – বামনগোলা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে গ্রামবাসীরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।তাদের দাবি, এলাকায় বিধায়ক সহ বিভিন্ন…

