শুকনাতোড়ে ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দোমুয়ানি ইসলামিয়া ক্লাব।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের শুকনাতোড় সম্রাট স্পোটিং ক্লাবের উদ্যোগে ৮ দলীয় নকআউট ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়, রবিবার ছিল তার শেষ দিন, আর শেষ দিনে ফাইনাল প্রতিযোগিতায় দোমুয়ানি ইসলামিয়া ক্লাব ও সারেঙ্গা জঙ্গলমহল একাদশীর মধ্যে তিন গোলে বিজয়ী হয় দোমুয়ানি ইসলামিয়া ক্লাব,এইদিন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইনদাদুল…

