“বাংলা বললেই বাংলাদেশি? এনআরসি হবে না” — ঝাড়গ্রাম থেকে বিজেপিকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর।
ঝাড়গ্রাম, নিজস্ব সংবাদদাতা: – ভোটার তালিকায় কারচুপির অভিযোগে রাজ্যের চার আধিকারিককে সাসপেন্ড করার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের নির্দেশকে কার্যত অগ্রাহ্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঝাড়গ্রামের সভামঞ্চ থেকে সাফ জানিয়ে দিলেন, “আমি কাউকে সাসপেন্ড করব না। সরকারি আধিকারিকদের রক্ষা করার দায়িত্ব আমার।”
বুধবার ঝাড়গ্রামে বাংলা ভাষা রক্ষায় পদযাত্রা এবং সভামঞ্চ থেকে বিজেপিকে তীব্র আক্রমণ করেন তৃণমূল নেত্রী। বলেন, “বাংলা ভাষার ওপর সন্ত্রাস আমরা মানব না। দরকার হলে রক্ত দেব, এক ইঞ্চি জমি ছাড়ব না।”
নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, রাজ্যের দুই ERO (Electoral Registration Officer) এবং দুই AERO (Assistant ERO)-কে সাসপেন্ড করার কথা বলা হয়েছে। এরই প্রতিবাদে মমতা বলেন, “ভোটার লিস্টের নামে বিজেপির পার্টির তালিকা বানানো হচ্ছে। নাম বাদ দিলে আমাদের দেহ পেরিয়ে যেতে হবে।”
বাংলা ভাষা রক্ষায় ঝাড়গ্রামে প্রতিবাদ মিছিলে তৃণমূল নেত্রী
এদিন ঝাড়গ্রামের রাজপথে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বিদ্যাসাগর-এর ছবি হাতে নিয়ে পদযাত্রা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম ও অরূপ বিশ্বাস। মিছিল শেষে জনসভায় তৃণমূল নেত্রী বলেন, “বাংলা বললেই বাংলাদেশি তকমা দিচ্ছে বিজেপি। অসমে NRC-র নামে বাংলাভাষীদের হেনস্থা করা হচ্ছে। অসম সরকারকে ধিক্কার।”
তিনি অভিযোগ করেন, “এনআরসির ভয়ে রাজ্যে মানুষ আত্মহত্যা করছে। সংখ্যালঘুদের ওপর অত্যাচার চলছে। বাংলা ভাষাকে বাংলাদেশি তকমা দিয়ে অপমান করা হচ্ছে। এসব আমরা আর মানব না।”
বিজেপিকে আক্রমণ, বাম আমলের তুলনাও টানলেন মুখ্যমন্ত্রী
মমতা বলেন, “বাম আমলে ঝাড়গ্রামে কেউ আসত না, লালগড় থেকে বেলপাহাড়ি যেতে ভয় পেত। এখন ঝাড়গ্রামের মানুষ ভালো আছেন, উন্নয়ন হয়েছে।” সেই সঙ্গে তিনি BJP-কে আক্রমণ করে বলেন, “নির্বাচন কমিশন এখন বিজেপির ক্রীতদাস। বাংলা ও বাঙালিদের ভোটেই আমরা জিতেছি। বাংলা ছাড়া ভারতবর্ষ হয় না।”
মূল বক্তব্যের গুরুত্বপূর্ণ উদ্ধৃতি সমূহ:
“ভোটার লিস্ট থেকে একটাও নাম বাদ যাবে না।”
“বাংলা ভাষায় কথা বললেই তাকে বাংলাদেশি বলা হচ্ছে। এটা আমরা মানব না।”
“সরকারি অফিসারদের রক্ষা করা আমার দায়িত্ব। কাউকে সাসপেন্ড করব না।”

