সীমান্তের ধারে ঐতিহ্যের আলো— হিলির যজ্ঞতলা ক্লাবের পুজোয় এবারও দর্শনার্থীদের ভিড়ের আশা।
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- এদিন শুভ লগ্নে খুঁটি পূজার মধ্যে দিয়ে এ বছর দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের যজ্ঞতলা ক্লাবের সূচনা হলো সোমবার। এবছর এই ক্লাবের পুজো ৮০ তম বর্ষে পদার্পণ করল। ভারত বাংলাদেশ সীমান্তের ঢিলখড়া দূরত্বে অবস্থিত এই ক্লাবের জেলা জুড়ে প্রচুর মানুষ ভিড় জমান এ বছরও জেলার প্রতিটি কোণের দর্শনার্থীরা ক্লাবের পুজো প্রাঙ্গনে উপস্থিত হবেন বলে উদ্যোক্তারা আশা প্রকাশ করেছেন।

