ফারাক্কা থানা ও জঙ্গিপুর ক্রাইম সেলের অভিযানে প্রায় ৯৭ কেজি গাঁজা উদ্ধার।
নতুন ফারাক্কা মোড়, জাতীয় সড়ক ১২: গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ফারাক্কা থানা ও জঙ্গিপুর ক্রাইম সেলের যৌথ উদ্যোগে একটি সফল অভিযান চালিয়ে প্রায় ৯৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
সূত্রে জানা গেছে, মালদার দিক থেকে বহরমপুরের দিকে আসা একটি সাদা রঙের সুজুকি আর্টিগা (WB38AF9875) গাড়িকে নতুন ফারাক্কা মোড়ে আটকানো হয়। গাড়িটি থামিয়ে তল্লাশি চালানোর সময় পুলিশ দুই ব্যক্তিকে আটক করে।
ধৃতরা হলেন:
১. কার্তিক ভক্ত (৩৪) — চাঁদপাড়া বাজার, থানাঃ গাইঘাটা, জেলা উত্তর ২৪ পরগনা।
২. বাপি প্রামাণিক (৩৮) — কাঁঠালপল্লী, থানাঃ চাকদহ, জেলা নদিয়া।
তল্লাশির সময় গাড়ির ভিতর থেকে উদ্ধার হয়:
একটি প্লাস্টিকের বস্তা, যার মধ্যে ছিল ৪৪ কেজি ৮৫০ গ্রাম গাঁজা,
আরেকটি প্লাস্টিকের বস্তা, যার মধ্যে ছিল ৫১ কেজি ৮১০ গ্রাম গাঁজা,
মোট উদ্ধার: ৯৬ কেজি ৬৬০ গ্রাম গাঁজা।
এই ঘটনায় নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃত দুই ব্যক্তিকে আজ আদালতে পেশ করা হবে এবং ৭ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে বলে সূত্রে জানা গেছে।

