খড়্গপুরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সভার ভিডিও।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- আমার পাড়া,আমার সমাধান কর্মসূচির বিশেষ বৈঠকে অভ্যন্তরীণ কোন্দলে জড়ালো তৃণমূল। পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরের ভিডিও রীতিমতো ভাইরাল সমাজ মাধ্যমে। চরম অসস্তিতে শাসকদল, যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করিনি আমরা,
একদিকে আমার পাড়া, আমার সমাধান কর্মসূচি অন্যদিকে দিন দুয়েকের মাথায় মুখ্যমন্ত্রীর জেলা সফর! এই দুই বিষয় নিয়েই খড়গপুর পৌরসভার মিটিংরুমে ডাকা হয়েছিল বিশেষ বৈঠক। যেখানে উপস্থিত ছিলেন দলের সাংগঠনিক জেলার সভাপতি সুজয় হাজরা, খড়গপুর পৌরসভার পৌর প্রধান কল্যাণী ঘোষ সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও নেতাকর্মীরা। সেই মিটিং চলাকালীন জেলা যুব তৃণমূলের সাধারণ সম্পাদক তথা দাপুটে তৃণমূল নেতা অসিত পাল ক্ষোভ উগড়ে দেন। সেই ভিডিও ভাইরাল হয়ে যাবার পরেই চরম অসস্তিতে শাসক শিবির।
কি বিষয় নিয়ে ক্ষোভ তা অবশ্য সংবাদ মাধ্যমের সামনে স্পষ্ট করেননি অসিত পাল। পুরো প্রধান কল্যাণী ঘোষের দাবি – তার বিরুদ্ধেই ক্ষোভ প্রকাশ করেছেন খড়গপুর শহরের তৃণমূলের তিন নেতা তাদের মধ্যে রয়েছেন বর্ষীয়ান তৃণমূল নেতা জওহর পাল, অসিত পাল এবং দেবাশীষ চৌধুরী। তিনি দাবি করেন খড়্গপুরে মুখ্যমন্ত্রীর একটি ফ্লেক্স পড়ে যাওয়াকে কেন্দ্র করে ক্ষোভের সূত্রপাত। এই ভাবে যারা বিক্ষোভ দেখায় তারা দলেরই বদনাম করছে বলেও দাবি করেছেন তিনি। উল্লেখ্য মাস খানেক আগেই খড়গপুর শহরে মুখ্যমন্ত্রীর সেভ ড্রাইভ সেভ লাইফ এর একটি ফ্লেক্স সরিয়ে দেয় রেল আর যা ঘিরে রেল এবং শাসকদলের মধ্যে ব্যাপক চাপানোতোর তৈরি হয়। পরে অবশ্য রেলের জায়গাতেই লাগানো হয় মুখ্যমন্ত্রীর সেফ ড্রাইভ সেভ লাইফের ফ্লেক্স টি।

