ওষুধ গিলতে গিয়ে মর্মান্তিক মৃত্যু আইআইটি পড়ুয়ার, শোকস্তব্ধ খড়্গপুর ক্যাম্পাস।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- রাতের খাবারের পর চিকিৎসকের প্রেসক্রাইব করা ওষুধ খেতে গিয়ে মর্মান্তিক মৃত্যু পশ্চিম মেদিনীপুর জেলার আইআইটি খড়্গপুরের এক পড়ুয়ার। ওষুধ শ্বাসনালীতে আটকে গিয়ে মৃত্যু হয়েছে বলে জানা গেছে পুলিশ ও আইআইটি কর্তৃপক্ষের তরফে। মৃত পড়ুয়ার নাম চন্দ্রদীপ পাওয়ার। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-র দ্বিতীয় বর্ষের ছাত্র। বাড়ি মধ্যপ্রদেশে। সোমবার রাত্রি সাড়ে ১১টা নাগাদ আইআইটি খড়্গপুরের বিসি রায় হাসপাতালে ওই পড়ুয়ার মৃত্যু হয়। ইতিমধ্যেই মৃত পড়ুয়ার পরিবারকে খবর দেওয়া হয়েছে আইআইটি খড়্গপুর কর্তৃপক্ষের তরফে।

