সাইকেল চালাতে গিয়ে দড়িতে গলা আটকে মৃত্যু, শোকস্তব্ধ লক্ষীপুর।
মালদা, নিজস্ব সংবাদদাতাঃ —–এক কিশোরের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকাহত পরিবার। পুখুরিয়া থানার পুলিশ দেহ হেফাজতের নেওয়ার সাথে ময়নাতদন্তের জন্য পাঠায়। যারা গেছে মৃত কিশোরের নাম মাসুম সাইন ক্লাস টুয়ে (২) পড়ে।বয়স ৭ বছর। ইংলিশ বাজার থানার লক্ষীপুর এলাকায় বাড়ি। পরিবার সূত্রে জানা গেছে গতকাল বাড়ির উঠোনের সাইকেল চালাচ্ছিল সাত বছর বয়সী এই কিশোর। হঠাৎ করে বাড়ির উঠোনে থাকা দড়িতে তার গলা আটকে যায়। মুহূর্তের মধ্যে পরিবার লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে আড়াইডাঙ্গা গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে মৃত্যু নিশ্চিত করে চিকিৎসকরা। এদিকে ঘটনার খবর পেয়ে পুখুরিয়া থানার পুলিশ হাসপাতাল থেকে দেহ হেফাজতে নেই। সোমবার দেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ঘটনায় শোকাহত পরিবার

