রাস্তা কেটে ঢুকছে গঙ্গার জল, মানিকচকের গোপালপুরে বন্যার আশঙ্কা।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ – বর্ষা নামতেই আতঙ্ক শুরু মালদাহের গোপালপুর অঞ্চলে।বাঁধের মতো উঁচু রাস্তা কেটে হু হু করে গঙ্গানদীর জল ঢুকছে গ্রামের দিকে।যার জেরে বন্যা পরিস্থিতির আশঙ্কা তৈরি হয়েছে মালদার মানিকচকের গোপালপুর অঞ্চলের অসংরক্ষিত এলাকায়। স্বভাবতই চরম আতঙ্কে দিন কাটছে এলাকার সাধারণ মানুষের। জানা গেছে, মানিকচক ব্লকের গোপালপুর অঞ্চলের গঙ্গা ভাঙন কবলিত উত্তর ও দক্ষিণ হুকুমতটোলার অসংরক্ষিত এলাকায় বাঁধের মতো উঁচু একটি রাস্তা ছিল। রবিবার রাতে সেই রাস্তা কেটেই গঙ্গার জল হু হু করে ঢুকতে শুরু করে গ্রামের দিকে। বর্তমানে গ্রামে জল না ঢুকলেও, যেভাবে রাস্তার কাটা অংশ দিয়ে হু হু জল ঢুকে চলেছে তাতে আগামী দু-তিনদিনের মধ্যেই উত্তর ও দক্ষিন হুকুমতটোলা গ্রাম জলে ভেসে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। যা দেখে চরম দুশ্চিন্তায় পড়েছেন এলাকার সাধারণ মানুষ। আতঙ্কে তাদের রাতের ঘুম উধাও হয়েছে। নিয়ে বানবাসী হওয়ার আশঙ্কা গ্রাস করেছে তাদের। এলাকাবাসীর বক্তব্য, রবিবার রাতে রাস্তার উঁচু অংশ কেটে গঙ্গার জল গ্রামের দিকে ঢুকতে শুরু করার পরপরই সেচ দপ্তরের পক্ষ থেকে বালির বস্তা ফেলে জল আটকানোর চেষ্টা হয়েছিল। কিন্তু তাতে কাজ হয়নি। রবিবার রাত থেকে এখনও পর্যন্ত নদীর জল ঢুকেই চলেছে। এই পরিস্থিতি চলতে থাকলে আগামী দু-তিনদিনের মধ্যে গোটা এলাকা জলে ভেসে যাবে। তারা বানভাসী হবেন। তাই প্রশাসনের কাছে জল আটকাতে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের দাবী জানাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *