আইসি-র অপসারণের দাবিতে বালুরঘাট থানার ঘেরাও বামফ্রন্টের।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, ২১ জুলাই :-
বামফ্রন্টের ডাকে সোমবার বিকেলে বালুরঘাট থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করলেন বাম কর্মীরা। বংশীহারী থানার আইসি অসীম গোপ-এর অপসারণ ও উপযুক্ত শাস্তির দাবিতে মিছিল করে থানার সামনে জমায়েত হন বামফ্রন্ট নেতৃত্ব ও কর্মীবৃন্দ।

প্রসঙ্গত, ৯ জুলাই দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর চৌপথীতে শ্রমজীবীদের ন্যায্য দাবিতে ডাকা ধর্মঘট চলাকালীন এক শান্তিপূর্ণ অবস্থানে বাধা দেয় পুলিশ। অভিযোগ, বিশাল পুলিশ বাহিনী সেখানে উপস্থিত হয়ে ধর্মঘট বানচাল করার চেষ্টা চালায়। সেই সময়, বংশীহারী থানার আইসি অসীম গোপ প্রকাশ্যে রাস্তায় বিনা প্ররোচনায় চড় মারেন শ্রমজীবী নেতা মাজেদুর রহমান-কে, যিনি পার্টি নেতৃত্বের অন্যতম মুখ।

এই ঘটনার প্রতিবাদে জেলা জুড়ে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ ছড়িয়ে পড়ে। ধারাবাহিক আন্দোলনের অঙ্গ হিসেবেই এদিন বালুরঘাট থানায় অবস্থান-বিক্ষোভে শামিল হন কর্মীরা।

বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন পার্টি নেতা অনিমেষ চক্রবর্তী, সাহাজান সর্দার, কল্যাণ দাস, অমর সরকার প্রমুখ। বক্তব্যে তাঁরা জানান, আইসি-র এমন আচরণ গণতান্ত্রিক অধিকারের সরাসরি লঙ্ঘন এবং এর বিরুদ্ধে দল আপসহীন অবস্থান নেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *