গাজোল বাসস্ট্যান্ডে সোমবার সন্ধ্যায় এক পকেটমার মহিলাকে গণধোলাই দেওয়ার অভিযোগ উঠেছে।
মালদা, নিজস্ব সংবাদদাতাঃ — মালদার গাজোলে পকেটমার সন্দেহে এক মহিলাকে গণধোলাই,পুলিশি হেফাজতে অভিযুক্ত। গাজোল বাসস্ট্যান্ডে সোমবার সন্ধ্যায় এক পকেটমার মহিলাকে গণধোলাই দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনার সূত্রপাত বুনিয়াদপুর থেকে গাজোলগামী একটি স্টেট বাসে। জানা গিয়েছে, মিলি মুর্মু নামে এক মহিলা যাত্রী স্টেট বাসে চেপে গাজোল আসছিলেন। গন্তব্যে পৌঁছে বাস থেকে নামার আগে ভাড়া দিতে গিয়ে তিনি…

