২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রদীপ্তা চক্রবর্তীর আহ্বানে এদিন ওয়ার্ডের একঝাঁক খুদের হাতে গাছ তুলে দেওয়া হয়।
দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- “আশা”, “রাজা”, “রাজু”। কারও চোখে যেন প্রাণ পেয়েছে তারা। কেউ নাম রেখেছে স্বপ্নের মতো করে, কেউ আবার আদরের মতো। না, কোনও পোষ্য নয়, কোনও গল্পের চরিত্রও নয়, এই নামগুলি এক একটি সদ্য রোপিত চারাগাছের। বিশ্ব পরিবেশ দিবসের দিনে এক অভিনব উদ্যোগে এমনই দৃশ্যের সাক্ষী থাকল দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরের আনন্দ বাগান…

