ঘনিষ্ঠ মুহুর্তের ছবি,ভিডিও, চ্যাট, দেখিয়ে দিনের পর দিন ব্ল্যাকমেইল, আত্মঘাতী যুবক।
নিজস্ব সংবাদদাতা, মালদা- প্রথমে প্রলোভনের ফাঁদে ফেলে ঘনিষ্ঠতা,ধীরে ধীরে সম্পর্ক। পরে ঘনিষ্ঠ মুহুর্তের ছবি,ভিডিও, চ্যাট, দেখিয়ে দিনের পর দিন ব্ল্যাকমেইল। অবশেষে ব্ল্যাকমেইল এর চাপে মোবাইলে ভিডিও রেকর্ডিং করে কীটনাশক খেয়ে আত্মঘাতী যুবক। মালদার বামোনগোলার ঘটনা।গাঢাকা দিয়েছেন অভিযুক্ত মহিলা। মৃত যুবকের স্ত্রী মালদা পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন। পুলিশ সুপার দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন বামোনগোলা থানার…

