জমি নিয়ে বিবাদের জেরে মারধোর, প্রাণনাশের চেষ্টা, ঘর ছাড়া ওই যুবক সহ তার পরিবার।
মালদা, নিজস্ব সংবাদদাতাঃ – জমি নিয়ে বিবাদের জেরে মারধোর।প্রাণনাশের চেষ্টা।ঘর ছাড়া ওই যুবক সহ তার পরিবার। অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ জানালেও তারা গ্রেপ্তার হয়নি।বাধ্য হয়ে পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন।অভিযোগকারী যুবকের দাবী এখনো পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করেনি।এদিকে অভিযুক্তরা তাকে লাগাতার হুমকি দিচ্ছে।আতঙ্কে নিয়মিতো গ্রামে থাকতে পারছেন না সে। মালদার পুকুরিয়া থানার অন্তর্গত লোকড়া গ্রামের ঘটনা।ওই যুবকের…

