রাস্তা সুরক্ষায় রাত জেগে পাহারা বসালেন গ্রামবাসীরা।
দিনহাটা-কোচবিহার, নিজস্ব সংবাদদাতা :- রাস্তা সুরক্ষায় রাত জেগে পাহারা বসালেন গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে দিনহাটার নয়ারহাট এলাকার নান্দিনা শিশবতলা গ্রামে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দিনের পর দিন লোড ভর্তি ডাম্পার এই গ্রামের মধ্য দিয়ে যাতায়াত করায় ক্ষতিগ্রস্ত হচ্ছে রাস্তা। পেঁচে রাস্তা ইতিমধ্যেই ফেটে গিয়েছে। এই পরিস্থিতিতে আর চুপ থাকেননি গ্রামবাসীরা। মঙ্গলবার রাতে স্থানীয় বাসিন্দারা নিজেরাই রাস্তায় পাহারা…

