অনুব্রতদের মতো তৃণমূল নেতারা কোনদিন ছাড়তে পারবে না, কারণ এরাই পার্টিকে বাঁচিয়ে রাখে : দিলীপ ঘোষ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- অনুব্রতদের মতো তৃণমূল নেতারা কোনদিন ছাড়তে পারবে না, কারণ এরাই পার্টিকে বাঁচিয়ে রাখে, উনি ৫০০ কোটি টাকা কামিয়েছেন কিন্তু পার্টিকে তো হাজার কোটি টাকা দিয়েছেন, এই হাজার কোটি টাকার ঋণ পার্টি কোনদিন শোধ করতে পারবে না, এগুলো শুধু মাত্র লোক দেখানো, বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী অনুব্রতর ভাইরাল অডিও নিয়ে মুখ খুলেছিলেন তিনি, তিনি বলেন অনুব্রত কোনদিন ভদ্র ভাষায় কথা বলেননি এবার সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে শনিবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরে চা চক্রে যোগ দিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঠিক এভাবেই কটাক্ষ ছুড়ে দিলেন দিলীপ ঘোষ, তিনি আরো বলেন বিভিন্ন টেলিভিশনে বসে কু কথায় উনি কথা বলতেন সবাই জানেন, এমনকি বাইরে উনি কু কথায় কথা বলেন, এমনকি বহু হুমকি দিয়েছেন গাজা কেসে ঢুকিয়ে দেবো, উনি আমাদের বহু কর্মীকে মিথ্যা মামলায় জেলে ঢুকিয়েছেন, কে দিয়েছেন এই পুলিশ দিয়েছেন আজ যখন তারা কথা শুনছে না তখন এভাবেই তিনি কথা বলছেন, ওই জেলায় ডি এম কে হবে এসপি কে হবে তাও ঠিক করতেন অনুব্রত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *