যাত্রীবাহী বাসের সাথে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ, ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় আহত প্রাইভেটকারে থাকা ৩ যাত্রী।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- যাত্রীবাহী বাসের সাথে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ, ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় আহত প্রাইভেটকারে থাকা ৩ যাত্রী। পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় তাদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে হাসপাতালে। বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল-চন্দ্রকোনা রাজ্য সড়কের চন্দ্রকোনা থানার খেজুরডাঙ্গা এলাকায়। স্থানীয় সূত্রে খবর চন্দ্রকোনা থেকে ঘাটাল গামী যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়, প্রাইভেট কারটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে,ক্ষতিগ্রস্ত হয় যাত্রীবাহী বাসটি। প্রাইভেটকারে থাকা চালক শহর তিনজন আশঙ্কাজনক অবস্থায় চন্দ্রকোনা থানার পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় পাঠানো হয়েছে চিকিৎসার জন্য হাসপাতালে। রাজ্যসড়কে দেখা দিয়েছে যানজট। পরে পুলিশ এই হস্তক্ষেপে স্বাভাবিক হয় যান চলাচল।

