ব্যারিকেট ভেঙে পথ চলতি মানুষকে ধাক্কা মারল একটি প্রাইভেট গাড়ি, আহত অন্তত ৬ জন।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ– জাতীয় সড়কের ব্যারিকেট ভেঙে পথ চলতি মানুষকে ধাক্কা প্রাইভেট গাড়ির, আহত অন্তত ৬ জন,ঘটনায় যথেষ্ট চঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানার অন্তর্গত মোগলমারী বাস স্ট্যান্ড এলাকার। স্থানীয় সূত্রে জানা যায় বুধবার সকালে একটি প্রাইভেট গাড়ি বেপরোয়া গতিতে খড়্গপুরের দিক থেকে উড়িষ্যার দিকে যাওয়ার সময় দাঁতন থানার অন্তর্গত মোগলমারী বাসস্ট্যান্ডে জাতীয় সড়কের ধারে থাকা ব্যারিকেট ভেঙে পথ চলতি বাইক সাইকেল এবং টোটো তে ধাক্কা মারে পরে ফলের দোকানে ঢুকে যায় গাড়িতে। নষ্ট হয় ফল দোকান সহ একাধিক দোকান। পথ দুর্ঘটনায় আহত হন অন্তত প্রায় ৬ জন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দাঁতন থানার পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তবে ওই প্রাইভেট গাড়ির সামনে বোর্ডে লেখা CPDR WEST BENGAL রয়েছে বলে জানা গিয়েছে, ঘটনায় যথেষ্ট চঞ্চল্য ছড়ায় এলাকায়।

