“নটরাজ ডান্স একাডেমী” – র অধ্যক্ষ তথা নৃত্য প্রশিক্ষক সুমন মন্ডলের পরিচালনায় তৃতীয় বর্ষের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- আত্রেয়ী নদীর তীরবর্তী কলা ও সংস্কৃতির শহর বালুরঘাটের রবীন্দ্র ভবনে পঁচিশে মে রবিবার সন্ধ্যায় “নটরাজ ডান্স একাডেমী” – র অধ্যক্ষ তথা নৃত্য প্রশিক্ষক সুমন মন্ডলের পরিচালনায় তৃতীয় বর্ষের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এইদিনের অনুষ্ঠানে জেলার বিশিষ্ট ব্যক্তি ও সংস্কৃতিমনস্ক মানুষজনের পাশাপাশি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৃত্যগুরু আলোকা কানুনগো। অনুষ্ঠানের শুরুতে “নটরাজ ডান্স একাডেমী” – র পক্ষ থেকে সংস্থার অধ্যক্ষ তথা নৃত্য প্রশিক্ষক সুমন মন্ডল অনুষ্ঠানে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে সংস্থার শিক্ষার্থীদের দ্বারা বিভিন্ন আঙ্গিকের ওডিসি নৃত্য পরিবেশনের পাশাপাশি রবি ঠাকুরের ভানু সিংহের পদাবলী নৃত্যনাট্য ও ভগবান বিষ্ণুর দশবতার নৃত্যনাট্য মঞ্চস্থ হয়। এছাড়াও বিশেষ আকর্ষণ ছিল শিব নারায়ণ ব্যানার্জী, ড. কাবেরী সেন ও স্বরলিপি রায়ের নৃত্য পরিবেশনা। এইদিনের সমগ্র অনুষ্ঠানটি সুন্দরভাবে সঞ্চালনা করেন একতা দে, সোমেন সমাজদার ও সোমা মুখার্জী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *