ভাই এবং ভাই বউয়ের মদতে চলছিল দেহ ব্যবসা, দাদার অভিযোগের ভিত্তিতে ভাই গ্রেফতার!

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- উৎসব লজের আড়ালে চলছিল দেহ ব্যবসা,হোটেল মালিকের দাদার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হোটেলের ম্যানেজার। দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পৌর এলাকার ঘটনা। বুনিয়াদপুর কালিয়াগঞ্জ রাজ্য সড়কের পাশে উৎসব লজ নামে একটি হোটেল রয়েছে যেখানে বিবাহ থেকে অন্নপ্রাশন সহ নানান অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। তবে হোটেল মালিকের দাদা নারায়ণ চৌধুরীর অভিযোগ, দীর্ঘদিন ধরে এই হোটেলে চলছিল অবৈধ কাজকর্ম। পার্শ্ববর্তী জেলাগুলো থেকে নানান মহিলাদের আনাগোনা হচ্ছিল। তার ভাই এবং ভাই বউয়ের মদতে চলছিল দেহ ব্যবসা। তার বারংবার বাধা সত্বেও কোনরূপ কাজ না হওয়ায় শেষমেষ নারায়ণ বাবু বংশীহারী থানায় লিখিতভাবে হোটেল ম্যানেজার এবং তার ভাই বউয়ের নামে অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগের ভিত্তিতে গতকাল হোটেল ম্যানেজার আনন্দ সন্ন্যাসী কে গ্রেফতার করে।

আজ অভিযুক্তকে গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হয়।

এই বিষয়ে হোটেল মালিকের দাদা নারায়ণ চৌধুরী জানান..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *