নির্যাতিত মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্ত দুর্দশার কথা শুনেন ও তাদের আশ্বাস দেন সুকান্ত মজুমদার।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ — পশ্চিমবঙ্গে নির্যাতিত হিন্দুদের সাহায্য করতে মালদা বিজেপি পার্টি অফিস শ্যামাপ্রসাদ ভবনে,কন্ট্রোলরুমের উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তারপর তিনি দেখতে এবং সাহায্য করতে যান নির্যাতিত হিন্দুদের. যারা মুর্শিদাবাদের সামশেরগঞ্জ এলাকায় হিন্দুদের উপর আক্রমণ এবং বাড়ি পোড়ানো হয়েছে যারা প্রাণের ভয় নিয়ে পালিয়ে মালদা জেলার বৈষ্ণব নগরে পারলালপুর হাইস্কুলে আশ্রয় নিয়েছেন। সেখানে পৌঁছে নির্যাতিত মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্ত দুর্দশার কথা শুনেন ও তাদের আশ্বাসদেন তাদের পাশে থাকার. এবং তিনি জানান,পুলিশ প্রশাসন জোর করে মালদহের পারলালপুর হাইস্কুল থেকে ক্যাম্প তুলে দিতে চাইছে।রাজ্য সরকারকে বলব যতদিন পর্যন্ত না নিরাপত্তা সুরক্ষিত হচ্ছে ততদিন জোর করে কাউকে মুর্শিদাবাদের ফেরত পাঠাবেন না।
আমার কাছে খবর আছে আগামী ১৭ ও ১৮ তারিখ আরও ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে রাজ্যের আস্কারায়। সুরক্ষা নিশ্চিত করতে হবে রাজ্য সরকারকে। মুখ্যমন্ত্রীকে জবাব দিহি করতে হবে বললেন সুকান্ত।
আমি আজ রাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর অমিত শাহের সঙ্গে কথা বলব। পরিস্থিতি ভয়ংকর বললেন সুকান্ত। বিএসএফ না থাকলে আরও খুনখারাপি হত। পুলিশকে বলব কড়া পদক্ষেপ গ্রহণ করুন। কেন্দ্রীয় বাহিনীকে তুলে দেওয়ার চেষ্টা হচ্ছে। কেন্দ্রীয় বাহিনী চলে গেলে পরিস্থিতি আরও খারাপ হবে। আমরা চাই কেন্দ্রীয় বাহিনী আরও ১-২ মাস থাকুক। এই জন্য আমরা কোর্টে যাবো। এবং সেই ক্যাম্পের নির্যাতিত মহিলারা ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপর। মহিলারা জানান হিন্দু মহিলাদের বাঁচাতে ব্যর্থ এই মুখ্যমন্ত্রী আমরা একে আর তাই না। এই মুখ্যমন্ত্রী অবিলম্বে পদত্যাগ করুক এবং ইন্দ্র বাহিনী দিয়ে আমাদের নিরাপত্তা দেওয়া হোক পুলিশের উপর আমাদের একদম ভরসা নাই। যতক্ষণ কেন্দ্র বাহিনী থাকবে আমাদের নিরাপত্তা থাকবে কেন্দ্রীয় বাহিনী চলে গেলে আমাদের উপর আবার আক্রমণ হবে। এবং নির্যাতিত পরিবার গুলির হাতে আর্থিক সাহায্য ক্যাশ টাকা তুলে দেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।